প্রতিষ্ঠাতা ও শেষ সম্রাট

ভারতবর্ষের ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্য/ রাজবংশের উত্থান ও পতন আমরা দেখতে পায় । আজকে আমরা এই রকমই কিছু গুরুত্বপূর্ণ সাম্রাজ্য/ রাজবংশের নাম, প্রতিষ্ঠাতা, শেষ রাজা ও শ্রেষ্ঠ রাজা, শাসনকাল ও রাজধানীর নাম জেনে নেব।

বিঃ দ্রঃ(Note):- কিছু সাম্রাজ্য/ রাজবংশের প্রতিষ্ঠাতা, শেষ রাজা ও শ্রেষ্ঠ রাজার নাম নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত থাকায় বিভিন্ন বই/ইন্টারনেটে বিভিন্ন নাম আমরা দেখতে পায়। আবার বেশ কিছু ক্ষেত্রে পরীক্ষায় আসা প্রশ্ন/ প্রশ্নের বিকল্প(Option) অনুযায়ী বিভিন্ন উত্তর হয়।

  • হর্ষঙ্ক বংশ

    • প্রতিষ্ঠাতা- বিম্বিসার
    • শেষ সম্রাট- নাগদশক
    • শ্রেষ্ঠ সম্রাট- অজাতশত্রু
    • শাসনকাল- খ্রিস্টপূর্ব ৬৮৪ থেকে খ্রিস্টপূর্ব ৪১৩
    • রাজধানী- রাজগীর,পাটলিপুত্র


  • শিশুনাগ বংশ

    • প্রতিষ্ঠাতা-শিশুনাগ
    • শেষ সম্রাট- মহানন্দিন
    • শ্রেষ্ঠ সম্রাট- কালাশোক/শিশুনাগ
    • শাসনকাল- খ্রিস্টপূর্ব ৪১৩ থেকে খ্রিস্টপূর্ব ৩৯৫
    • রাজধানী- মগধ


  • নন্দ বংশ

    • প্রতিষ্ঠাতা- মহাপদ্মনন্দ
    • শেষ সম্রাট- ধননন্দ
    • শ্রেষ্ঠ সম্রাট- ধননন্দ
    • শাসনকাল- খ্রিস্টপূর্ব ৩৪৫ থেকে খ্রিস্টপূর্ব ৩২১
    • রাজধানী- পাটলিপুত্র


  • মৌর্য বংশ

    • প্রতিষ্ঠাতা- চন্দ্রগুপ্তমৌর্য
    • শেষ সম্রাট- বৃহদ্রথ
    • শ্রেষ্ঠ সম্রাট- অশোক
    • শাসনকাল- খ্রিস্টপূর্ব ৩২২ থেকে খ্রিস্টপূর্ব ১৮৫
    • রাজধানী- পাটলিপুত্র


  • কুষাণ সাম্রাজ্য

    • প্রতিষ্ঠাতা- কুজুল কদফিসিস
    • শেষ সম্রাট- বাসুদেব
    • শ্রেষ্ঠ সম্রাট- কনিষ্ক
    • শাসনকাল- ৫০-২৫০ খ্রিস্টাব্দ
    • রাজধানী- পুরুষপুর বা পেশোয়ার


  • সাতবাহন সাম্রাজ্য

    • প্রতিষ্ঠাতা- সিমুক
    • শেষ সম্রাট- যজ্ঞশ্রীসাতকর্ণী
    • শ্রেষ্ঠ সম্রাট- গৌতমীপুত্র সাতকর্ণী
    • শাসনকাল- খ্রিস্টপূর্ব ২৩০ থেকে ২২০ খ্রিস্টাব্দ
    • রাজধানী- প্রতিস্থান


  • চোল সাম্রাজ্য

    • প্রতিষ্ঠাতা- কারিকল/ বিজয়ালয়
    • শেষ সম্রাট- তৃতীয় রাজেন্দ্র চোল
    • শ্রেষ্ঠ সম্রাট- রাজেন্দ্রচোল
    • শাসনকাল- ১৯০-৬০০ খ্রিস্টাব্দ
    • রাজধানী- পুহার ও থাঞ্জাভুর


  • চালুক্য বংশ

    • প্রতিষ্ঠাতা- প্রথম পুলকেশী
    • শেষ সম্রাট- দ্বিতীয়কীর্তি বর্মণ
    • শ্রেষ্ঠ সম্রাট- দ্বিতীয়পুলকেশী
    • শাসনকাল- ৫৪৩-৭৫৩ খ্রিস্টাব্দ
    • রাজধানী- বাতাপি


  • পহ্লব বংশ

    • প্রতিষ্ঠাতা- সিংহবিষ্ণু
    • শেষ সম্রাট- অপরাজিতবর্মণ
    • শ্রেষ্ঠ সম্রাট- নরসিংহবর্মণ
    • শাসনকাল- ৫৫০-৮৯৭ খ্রিস্টাব্দ
    • রাজধানী- কাঞ্চি


  • পুষ্যভূতি বংশ

    • প্রতিষ্ঠাতা- প্রভাকরবর্ধন
    • শেষ সম্রাট- হর্ষবর্ধন
    • শ্রেষ্ঠ সম্রাট- হর্ষবর্ধন
    • শাসনকাল- ষষ্ঠ থেকে সপ্তম শতক
    • রাজধানী- থানেশ্বর, কনৌজ


  • গুপ্ত বংশ

    • প্রতিষ্ঠাতা- শ্রীগুপ্ত
    • শেষ সম্রাট- বিষ্ণুগুপ্ত
    • শ্রেষ্ঠ সম্রাট- সমুদ্রগুপ্ত
    • শাসনকাল- ৩২০-৬০০ খ্রিস্টাব্দ
    • রাজধানী- পাটলিপুত্র


  • রাষ্ট্রকুট বংশ

    • প্রতিষ্ঠাতা- দন্তি দুর্গ
    • শেষ সম্রাট- চতুর্থ অমোঘবর্ষ
    • শ্রেষ্ঠ সম্রাট- তৃতীয় কৃষ্ণ
    • শাসনকাল- ৭৫৩-৯৮২ খ্রিস্টাব্দ
    • রাজধানী- মান্যখেত


  • প্রতিহার বংশ

    • প্রতিষ্ঠাতা- হরিচন্দ্র
    • শেষ সম্রাট- রাজ্যপাল
    • শ্রেষ্ঠ সম্রাট- প্রথম ভোজ
    • শাসনকাল- ষষ্ঠ শতকের মাঝামাঝি থেকে ১০৩৬ খ্রিস্টাব্দ
    • রাজধানী- কনৌজ


  • পাল বংশ

    • প্রতিষ্ঠাতা- গোপাল
    • শেষ সম্রাট- মদন পাল
    • শ্রেষ্ঠ সম্রাট- ধর্মপাল
    • শাসনকাল- ৭৫০ থেকে ১১৭৪ খ্রিস্টাব্দ
    • রাজধানী- পাটলিপুত্র


  • সেন বংশ

    • প্রতিষ্ঠাতা- সামন্ত সেন/বিজয় সেন / হেমন্ত সেন
    • শেষ সম্রাট- সূর্য সেন/কেশব সেন/লক্ষণ সেন
    • শ্রেষ্ঠ সম্রাট- বিজয় সেন
    • শাসনকাল- ১০৭০ থেকে ১২৩০ খ্রিস্টাব্দ
    • রাজধানী- গৌড়, নবদ্বীপ, বিক্রমপুর


  • দাস বংশ

    • প্রতিষ্ঠাতা- কুতুবুদ্দিনআইবক
    • শেষ সম্রাট- কায়ুর্মাস/কায়কোবাদ
    • শ্রেষ্ঠ সম্রাট- ইলতুৎমিস
    • শাসনকাল- ১২০৬-১২৯০ খ্রিস্টাব্দ
    • রাজধানী- দিল্লি


  • খলজি বংশ

    • প্রতিষ্ঠাতা- জালালউদ্দিন খলজি
    • শেষ সম্রাট- কুতুবউদ্দিন মোবারক শাহ খলজী
    • শ্রেষ্ঠ সম্রাট- আলাউদ্দিন খলজি
    • শাসনকাল- ১২৯০-১৩২০ খ্রিস্টাব্দ
    • রাজধানী- দিল্লি


  • তুঘলক বংশ

    • প্রতিষ্ঠাতা- গিয়াসউদ্দিন তুঘলক
    • শেষ সম্রাট- নাসিরুদ্দিনমামুদ
    • শ্রেষ্ঠ সম্রাট- মহম্মদ বিনতুঘলক
    • শাসনকাল- ১৩২০-১৪১৪ খ্রিস্টাব্দ
    • রাজধানী- দিল্লি


  • সৈয়দ বংশ

    • প্রতিষ্ঠাতা- খিজিরখাঁ
    • শেষ সম্রাট- আলাউদ্দিনআলম শাহ
    • শ্রেষ্ঠ সম্রাট- মোবারকশাহ
    • শাসনকাল- ১৪১৪-১৪৫১ খ্রিস্টাব্দ
    • রাজধানী- দিল্লি


  • লোদী বংশ

    • প্রতিষ্ঠাতা- বহলুললোদী
    • শেষ সম্রাট- ইব্রাহিমলোদী
    • শ্রেষ্ঠ সম্রাট- সিকান্দার শাহ লোদী
    • শাসনকাল- ১৪৫১-১৫২৬ খ্রিস্টাব্দ
    • রাজধানী- দিল্লি


  • মোগল সাম্রাজ্য

    • প্রতিষ্ঠাতা- বাবর
    • শেষ সম্রাট- দ্বিতীয়বাহাদুর শাহ
    • শ্রেষ্ঠ সম্রাট- আকবর
    • শাসনকাল- ১৫২৬-১৮৫৭ খ্রিস্টাব্দ
    • রাজধানী- দিল্লি


  • বাহমনী সাম্রাজ্য

    • প্রতিষ্ঠাতা- আলাউদ্দিন বাহমন শাহ
    • শেষ সম্রাট- কালিমউল্লাহ শাহ
    • শ্রেষ্ঠ সম্রাট- মামুদ গাওয়ান
    • শাসনকাল- ১৩৪৭-১৫২৬ খ্রিস্টাব্দ
    • রাজধানী- গুলমার্গ, মহম্মদবাদ


  • বিজয়নগর সাম্রাজ্য

    • প্রতিষ্ঠাতা- প্রথম হরিহর ও প্রথম বুক্কা রায়
    • শেষ সম্রাট- তৃতীয় শ্রীরঙ্গ
    • শ্রেষ্ঠ সম্রাট- কৃষ্ণদেবরায়
    • শাসনকাল-১৩৩৬ থেকে ১৬৪৬ খ্রিস্টাব্দ
    • রাজধানী- বিজয়নগর